অনলাইন ডেস্ক, ২২ মার্চ।। কঙ্গোর বিরোধীদলীয় প্রার্থী ও প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী গাই-ব্রাইস পারফাইট কোলেলাস করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের পরদিন সোমবার তার প্রচার পরিচালক এএফপিকে এ কথা জানান।
ক্রিশ্চিয়ান সাইর রডরিগো মায়ানদা জানান, কোলেলাসকে চিকিৎসার জন্য ফ্রান্সে পাঠানো হয়েছিল। রবিবার বিকেলে ব্রাজাভিল থেকে ফেরত আনতে যাওয়া মেডিকেল এয়ারক্র্যাফটে তিনি মৃত্যুবরণ করেন।
রবিবার ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর কোলেলাস মারা যান। এর আগে এক ভিডিওতে তাকে অক্সিজেন মাস্ক খুলতে দেখা যায়। তিনি ‘মৃত্যুর সঙ্গে লড়ছেন’ বলে সমর্থকদের জানান এবং তাদের ভোট দেওয়ার আহ্বান জানান।
বিবিসি জানায়, কোনো একজন প্রার্থীর মৃত্যু হলে ভোটগ্রহণ বন্ধ রাখার নিয়ম নেই কঙ্গোর নির্বাচনী আইনে।
৬১ বছর বয়সী কোলেলাস ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট সাসো এনগুয়েসোর বিপক্ষে নির্বাচনে ছয় প্রার্থীর একজন তিনি।