অনলাইন ডেস্ক, ২২ মার্চ।। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের সেমি- ফাইনালে উঠেছে লেস্টার সিটি। নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে রবিবার কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জিতেছে লেস্টার।
কেলাচি ইহেনাচো তাদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ম্যাসন গ্রিনউড। ইউরি টিলেমানসের গোলে স্বাগতিকেরা আবার এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ইহেনাচো।
১৯৮২ সালের পর প্রথমবার এফএ কাপের সেমি-ফাইনালে উঠল লেস্টার। শেষ চারে তাদের প্রতিপক্ষ সাউদাম্পটন।
আর প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড তিনবারের দেখায় এই প্রথম লেস্টারের বিপক্ষে হারল।
সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচ (২১ জয় ও ৮ ড্র) পর প্রতিপক্ষের মাঠে হারল ইউনাইটেড। এর আগে সবশেষ গত বছরের জানুয়ারিতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল তারা।
দিনের অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে চেলসি। শেষ চারে তারা খেলবে আগের দিন এভারটনকে হারানো ম্যানচেস্টার সিটির বিপক্ষে।