ওরা গিয়েছে, ভালো হয়েছে।মমতা ভাষণ শুরু করার কিছুক্ষণের মধ্যেই এগরার মঞ্চে উঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল- অমিতের সভামঞ্চে থাকতে পারেন শিশির অধিকারী। কথামতো নির্দিষ্ট সময়ে মঞ্চে পৌঁছে যান শুভেন্দু-শিশির। অমিতের সভামঞ্চে বক্তৃতাও দেন তারা। একই সময় দক্ষিণ কাঁথি থেকে মমতা সমালোচনার সুরে বললেন, আমি গাদ্দারদের চিনতে পারিনি।
যারা গাদ্দারি করে পালিয়ে গিয়েছেন, তারা কত করে নিয়েছেন জিজ্ঞাসা করুন। নরেন্দ্র মোদি, আপনার গাদ্দাররা চোরের সর্দার। ওরা গেল না এল, তাতে আমার কিছু আসে যায় না। অধিকারী পরিবারের সমালোচনা করে মমতা আরও বলেন, আমি নিজে ছবি এঁকে দিয়ে এসেছিলাম ওদের বাড়িতে। আর এখন ওই মীরজাফরের দল হাত ধরে বিজেপিকে নিয়ে আসছে। এদের থেকে বড় গাদ্দার আর কেউ হতে পারে না। এদের হাত থেকে মেদিনীপুরকে মুক্ত করতে হবে।