আজ রাজ্য বিধানসভায় বিধায়ক ভগবান চন্দ্র দাসের এক প্রশের লিখিত উত্তরে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এই তথ্য জানিয়েছেন৷ তিনি জানান, রাজ্যে খেলাধূলার মান উন্নয়নের জন্য রাজ্য সরকার আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ আগে রাজ্য দপ্তর পরিচালিত ও ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে সীমিত কয়েকটি কোচিং সেন্টার ছিল, যেখানে রাজ্যের সীমিত সংখ্যক ছেলে মেয়েদের কোচিং করার সুুযোগ ছিল৷
২০২০ সালের ১ জানুয়ারি থেকে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় ১০৬টি কোচিং সেন্টার চালু করা হয়েছে৷ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী জানান, প্রাথমিকভাবে রাজ্যের যে ৮ জেলায় জেলা স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে ঊনকোটি জেলার কৈলাসহরে, পশ্চিম জেলার এডিসি’র সদর দপ্তর খুমুলুঙ-এ এবং দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেে’র নির্মাণ কাজ সম্পর্ণ হয়েছে৷
এছাড়া ধলাই জেলার আমবাসায় এবং গোমতী জেলার উদয়পুরে জেলা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ শেষের পথে৷ উদয়পুরের চন্দ্রপুর মাঠে সিনথেটিক ফুটবল টার্ফ গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে৷ এছাড়া খেলো ইণ্ডিয়া প্রকল্পের মাধ্যমে রাজ্যে আরও কিছু ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷
https://m.facebook.com/story.php?story_fbid=3626042564190589&id=100003546441424
ক্রীড়ামন্ত্রী জানান, এই প্রস্তাবগুলির মধ্যে ইতিমধ্যেই ৩টি প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে৷ এরমধ্যে পানিসাগরের আ’লিক শারীর শিক্ষক মহাবিদ্যালয়ে একটি উন্নতমানের সুুইমিং পুল নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার থেকে পাঁচ কোটি টাকার অনুমোদন পাওয়া গেছে৷
দশরথ স্টেট স্পোর্টস কমপ্লেক্সেআ সিনথেটিক এ্যাথলেটিক ট্র্যাক নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৭ কোটি টাকার অনুমোদন পাওয়া গেছে৷ এছাড়া খোয়াই দ্বাদশ শ্রেণী (বালক) বিদ্যালয় মাঠে সিনথেটিক ফুটবল মাঠ নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার থেকে পাঁচ কোটি টাকার অনুমোদন পাওয়া গেছে৷