২৩ জুলাই শুরু হওয়ার কথা অলিম্পিক। যা গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায়। অলিম্পিকের এক মাস পর ২৪ আগস্ট শুরু হবে প্যারা অলিম্পিক। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিদেশিদের জাপানে প্রবেশ করতে দেওয়া বেশ কঠিন।
তাই বিদেশি দর্শকদের ছাড়াই আয়োজন করা হবে অলিম্পিক এবং প্যারা অলিম্পিক।’ এমন সিদ্ধান্ত নেওয়া যে কঠিন ছিল তা মেনে নিচ্ছেন অলিম্পিক প্রধান থমাস বাক। তবে অলিম্পিক শুরু হতে এখনো বেশ কিছু মাস বাকি। তাই পরিস্থিতি দেখে সেই সময় সিদ্ধান্ত পাল্টানোর রাস্তাও খোলা রাখছে অলিম্পিক কর্তৃপক্ষ।
গেমসের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার বলেই জানিয়েছেন তারা। এদিকে শনিবার জাপানে রিখটার স্কেলে ৭.২ মাত্রায় ভূমিকম্প হয়। সুনামির আতঙ্ক ছড়িয়ে পরে। তার প্রভাব অলিম্পিকে পড়বে কি না তা নিয়ে এখনো কিছু জানাননি অলিম্পিক কর্তৃপক্ষ।