আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ গোল করেছিলেন রোনালদো।জুভেন্তাসে যোগ দেওয়ার পর পর্তুগিজ সুপারস্টার টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেলেন। পুরস্কার প্রাপ্তির পর স্কাই স্পোর্ট ইতালিয়াকে রোনালদো বলেন, ‘ইতালিতে আসার পর থেকে টানা দ্বিতীয়বার পুরস্কারটি জিতে এর চেয়ে বেশি খুশি আর হতে পারতাম না।’
করোনা হানার কথা উল্লেখ করে বলেন, ‘অদ্ভুত একটা বছর ছিল, এমন একটা বছর যা কেউই চাইত না। কিন্তু ব্যক্তিগত ও দলীয় দিক দিয়ে এটা ছিল ইতিবাচক, কারণ আমরা চ্যাম্পিয়নশিপ জিতেছিলাম।’ মৌসুমের সেরা গোলের পুরস্কারও পেয়েছেন রোনালদো। ২০১৯ সালের ডিসেম্বরে সাম্পদোরিয়ার বিপক্ষে করা তার গোলটি সেরা নির্বাচিত হয়েছে। গোলটি নিয়ে রোনালদো বলেন, ‘এটা আমার সেরা গোল। আমি এটা নিয়ে (সেরা গোল হওয়া) নিশ্চিত ছিলাম।
আমি আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের ছাড়া আসলে এই পুরস্কার গ্রহণ সম্ভব হতো না।’ যারা ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘লড়াই চালিয়ে যেতে আমি এখনো অনুপ্রেরণা পাই। অন্যথায় ৩৫, ৩৬, ৩৭ বা ৪০ বছর বয়সে এই পর্যায়ে খেলা সম্ভব নয়।’সেরা কোচের পুরস্কার জিতেছেন আতালান্তার জান পিয়েরো গাসপেরিনি।