এই সিনেমায় রানি প্রধান চরিত্রে অভিনয় করবেন। যদিও গল্পের বিষয়টি গোপন রাখা হয়েছে। রানি মুখার্জি বলেন, ‘আমার জন্মদিন উদ্যাপনে এই গুরুত্বপূর্ণ সিনেমার ঘোষণার চেয়ে ভালো উপায় আর কিছু হতে পারে না। আমি ২৫ বছর ধরে অভিনয় করছি। সম্ভবত আমার কর্মজীবনের সবচেয়ে বিশেষ এবং গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের একটিতে স্বাক্ষর করেছি।’
রানি বিয়ের পর থেকে সিনেমায় কিছুটা অনিয়মিত। ২০১৪ সালের ২১ এপ্রিল ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলিউডের বহুল আলোচিত প্রেমিকযুগল রানি মুখার্জি ও আদিত্য চোপড়া। ১৯৭৮ সালের এই দিনে জন্ম নেয়া রানি ছোটবেলা থেকেই সিনেমার সঙ্গে যুক্ত।
বাবা রাম মুখার্জি ছিলেন পরিচালক। রানির মাসি (খালা) প্রখ্যাত চিত্রনায়িকা দেবশ্রী রায়। বলিউড তারকা অভিনেত্রী কাজল তার সম্পর্কিত বোন। তিনি বিখ্যাত পরিচালক প্রযোজক যশ চোপড়া এর বড় ছেলে পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন।