অনলাইন ডেস্ক, ২১ মার্চ।। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেও ‘অনেক ইতিবাচক’ দিক পাওয়ার কথা বলছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গান।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারতের পরিবেশে তাদের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সিরিজ হারলেও প্রচুর ইতিবাচক দিক রয়েছে। আমরা সিরিজ জুড়ে খারাপ ক্রিকেট খেলিনি। আজ যদিও আমরা ভারতের সামনে দাঁড়াতেই পারিনি। যোগ্য দল হিসেবেই সিরিজ জিতেছে ভারত। ’
আদিল রশিদের কথা উল্লেখ করে মর্গান বলেন, ‘রশিদকে নতুন বল দেওয়া হতো না। তবে ভারতের বিরুদ্ধে প্রথম ছয় ওভারে কার্যকরী ভূমিকা পালন করল রশিদ। বিশ্বকাপের আগে নতুন অস্ত্র যোগ হল আমাদের হাতে। ’
সিরিজের চতুর্থ ম্যাচে সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দরের ক্যাচের ক্ষেত্রে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। মাঠের আম্পায়ার ‘সফট সিগনাল’ আউট দেওয়ার পরে সন্দেহের অবকাশ থাকলেও টিভি আম্পায়ার রিপ্লে দেখে সেই সিদ্ধান্ত বদলাননি।
যদিও রিপ্লেতে বোঝা যাচ্ছিল, মালানের ক্ষেত্রে বল মাটি ছুঁয়েছিল এবং সুন্দরের ক্যাচ নেওয়ার সময় আদিল রশিদের পা বাউন্ডারি লাইন ছুঁয়ে যায়। যার পরে মাঠের আম্পায়ারদের ‘সফ্ট সিগনাল’ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এসব বিষয়ে মর্গান অবশ্য তেমন কোনো মন্তব্য করতে চাননি।