অনলাইন ডেস্ক, ২১ মার্চ।। বিশ্বের বিভিন্ন দেশে গণটিকা প্রয়োগের জোরদার পদক্ষেপের মধ্যেও লাগাম টেনে ধরা যায়নি করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণের। কমে আসেনি মৃত্যুও।
ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৫ লাখ ৭ হাজার মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৮ হাজারের বেশি।
করোনার মোট বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ১২ কোটি ৩৪ লাখ সাড়ে ৩১ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ২৭ লাখ ২২ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি হাজার ৯৪ লাখ সাড়ে ১৬ হাজারের মতো।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে সর্বোচ্চ ৭৩ হাজার ৪৫০ জন সংক্রমিত হয়েছেন। একই সময় মারা গেছেন ২ হাজার ৩৩১ জন।
সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটির মোট সংক্রমণ ১ কোটি সাড়ে ১৯ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯২ হাজার ৮৫৬ জন।
সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫৬ হাজারের মতো সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৭৯২ জন।