শনিবার আহমেদাবাদে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়েছে ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ২২৪ রানের ইনিংস গড়ে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে যা তাদের সর্বোচ্চ। জবাবে ৮ উইকেটে ১৮৮ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। প্রথম ম্যাচে ইংল্যান্ড, এরপর ভারত, তারপর আবার ইংল্যান্ড করে চতুর্থ ম্যাচ ভারত জিতে সিরিজে সমতা আনে ভারত। তাই এ ম্যাচটি হয়ে দাড়ায় সিরিজ ফাইনাল।
কেএল রাহুল ব্যর্থ বলে রোহিত শর্মার সাথে নিজেই ইনিংস সূচনায় নেমে অধিনায়ক বিরাট কোহলি শেষ পর্যন্ত থেকে দলকে নির্ভরযোগ্য স্কোর এনে দেন। উদ্বোধনী জুটিতে ৯৪, দ্বিতীয় উইকেটে আগের ম্যাচের সেরা সূর্যকুমার যাদবের সঙ্গে ৪৯ এবং ৮১ রান জুড়েছেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে।
৫২ বলে ৭ বাউন্ডারি ২ ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন কোহলি। ৩৪ বলে ৬৪ করেন রোহিত। তার ইনিংসে ৪ বাউন্ডারির সঙ্গে ছিল ৫ ছক্কা। ৪টি ছক্কা হাকিয়েছেন সূর্য ও পান্ডিয়া। শেষ ৫ ওভারে ৭৭ রান যোগ করে ঘরের মাঠে তৃতীয় এবং সার্বিকভাবে চতুর্থ সেরা টি-টোয়েন্টি স্কোর গড়ে ভারত।