প্লেনে উঠতে গিয়ে তিনবার হোঁচট খেলেন বাইডেন

অনলাইন ডেস্ক, ২০ মার্চ।। আটলান্টা যাওয়ার পথে প্লেনে উঠতে গিয়ে শুক্রবার তিন তিনবার হোঁচট খেতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বাইডেন ৯ কদম এগিয়ে দশমে পা দিতেই প্রথম হোঁচট খান।

এরপর নিজেকে সামলে সামনে যেতে গিয়ে আরও দুইবার একইভাবে পড়ে যান! এরপর অবশ্য আর তেমন কিছু হয়নি। প্লেনের বাকি সিঁড়িগুলো ঠিকমতো পার হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কর্মকর্তাদের স্যালুট দেন। এই ঘটনার পর হোয়াইট হাউজের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘বাইরে খুব বাতাস ছিল।

তিনি শতভাগ ভালো আছেন। দারুণ আছেন।’ ৭৮ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। গত নভেম্বরে কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েন। এর আগে ১৯৭৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে এভাবে হোঁচট খেতে দেখা যায়।

সেদিন অবশ্য বৃষ্টি ছিল। বাইডেনের কোনো শারীরিক সমস্যা আছে কি না, হোঁচট খাওয়ার পর ডাক্তার দেখানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউজ জানিয়েছে, তার দরকার পড়েনি।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?