৮০০ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি

অনলাইন ডেস্ক, ২০ মার্চ।। আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের দক্ষিণ-পশ্চিমে একটি আগ্নেয়গিরি থেকে উদ্‌গিরণ শুরু হয়েছে বলে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে। বিবিসি বলছে, রেইকজানেস উপদ্বীপে ফাগ্রাদালসফজালের ফাটলটির দৈর্ঘ্য ৫০০ থেকে ৭০০ মিটারের মতো। যেখান থেকে সর্বশেষ ৮০০ বছর আগে উদ্‌গিরণ হয়েছে। গত তিন সপ্তাহে আইসল্যান্ডে ৪০ হাজারের বেশিবার ভূমিকম্প হয়েছে।

২০১০ সালে আরেকটি আগ্নেয়গিরি জেগে উঠলে ইউরোপে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়। তবে আশা করা হচ্ছে এবার ততটা ছাই বা ধোঁয়া ছড়াবে না। তাই উড়োজাহাজ চলাচলে সমস্যা হবে না। আবহাওয়া অফিস বলছে, শুক্রবার সন্ধ্যায় ফাগ্রাদালসফজালে উদ্‌গিরণ শুরু হয়েছে। যা ওয়েব ক্যাম ও স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি থেকে নিশ্চিত হওয়া গেছে। রিকজাভিক থেকে ৩০ কিলোমিটার দূরের ওই এলাকায় জরিপ করার জন্য হেলিকপ্টার পাঠিয়েছে কোস্টগার্ড।

বিস্ফোরণের পর লাভা উদ্‌গিরণের দৃশ্য তাদের পাঠানো ছবিতে ধরা পড়ে। অগ্ন্যুৎপাতের কয়েক ঘণ্টা আগে ফাগ্রাদালসফজালের ১.২ কিলোমিটার দূরে ৩.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। দুই টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে আইসল্যান্ডে প্রায় সময়ই ভূমিকম্প অনুভূত হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?