২০১০ সালে আরেকটি আগ্নেয়গিরি জেগে উঠলে ইউরোপে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়। তবে আশা করা হচ্ছে এবার ততটা ছাই বা ধোঁয়া ছড়াবে না। তাই উড়োজাহাজ চলাচলে সমস্যা হবে না। আবহাওয়া অফিস বলছে, শুক্রবার সন্ধ্যায় ফাগ্রাদালসফজালে উদ্গিরণ শুরু হয়েছে। যা ওয়েব ক্যাম ও স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি থেকে নিশ্চিত হওয়া গেছে। রিকজাভিক থেকে ৩০ কিলোমিটার দূরের ওই এলাকায় জরিপ করার জন্য হেলিকপ্টার পাঠিয়েছে কোস্টগার্ড।
বিস্ফোরণের পর লাভা উদ্গিরণের দৃশ্য তাদের পাঠানো ছবিতে ধরা পড়ে। অগ্ন্যুৎপাতের কয়েক ঘণ্টা আগে ফাগ্রাদালসফজালের ১.২ কিলোমিটার দূরে ৩.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। দুই টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে আইসল্যান্ডে প্রায় সময়ই ভূমিকম্প অনুভূত হয়।