দক্ষিণ আফ্রিকা দলে দুই নতুন মুখ

অনলাইন ডেস্ক, ১৯ মার্চ। । পাকিস্তানের বিপক্ষে দুই নতুন খেলোয়াড়কে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। একজন স্পিন-অলরাউন্ডার উইহান লুব্বে। আরেক জন পেসার লিজার্ড উইলিয়ামস। লুব্বে শুধু টি-টুয়েন্টিতে জায়গা পেয়েছেন। লিজার্ড আছেন রঙিন পোশাকের দুই ফরম্যাটেই। নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টির সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানে ২ এপ্রিল ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই।

ওয়ানডেতে ফিরেছেন এইডেন মার্করাম। টি-টুয়েন্টিতে ডাক পেয়েছেন মিগায়েল প্রিটোরিয়াস ও কাইল ভেরেয়ানে। স্বাগতিকদের অধিনায়কত্ব করবেন নতুন দলপতি টেম্বা বাভুমা। ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিউরান হেনড্রিকস, হেইনরিখ ক্ল্যাসেন, জানেমান মালান, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুনগি এনগিডি, এনরিক নর্টজে, আন্দিলে ফেলুকোয়ও, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি, জন-জন স্মুটস, রসি ফন ডার ডুসেন, জুনিয়র ডালা, লুথো সিপামলা, উইয়ান মুল্ডার, সিসান্ডা মাগালা, কাইল ভেরেয়ানে, ডারয়েন ডুপাভিল্লন, লিজার্ড উইলিয়ামস।

টি-টোয়েন্টি স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), বিজর্ন ফরটুইন, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্ল্যাসেন, জর্জ লিন্ডে, রসি ফন ডার ডুসেন, জানেমান মালান, সিসান্ডা মাগালা, ডোয়াইন প্রিটোরিয়াস, তাবরেইজ শামসি, লুথো সিপামলা, কাইল ভেরেয়ানে, পাইট ফন বিলিজন, মিগায়েল প্রিটোরিয়াস, লিজার্ড উইলিয়ামস, উইহান লুব্বে।

 

 

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?