স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ মার্চ।। ২০২১-২২ সালে বাজেট পেশ করা হয় শুক্রবার। এ বাজেট আত্মনির্ভর বাজেট, সমৃদ্ধির বাজেট, উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনার বাজেট। ২২,৭২৪.৫০ কোটি টাকার বাজেট এদিন পেশ করা হয়।
বাজেটে কোনরকম কর চাপানো হয়নি। করমুক্ত বাজেটের জন্য রাজ্য সরকারকে প্রদেশ বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী।
তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। এ বাজেটে পর্যটন সেক্টরে বিগত বাজেট তুলনায় ২১৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এগ্রিকালচারের ক্ষেত্রে ১৪০ শতাংশের অধিক বৃদ্ধি করা হয়েছে।
স্বাস্থ্য ক্ষেত্রে ১৩৬ শতাংশের অর্থ বৃদ্ধি করা হয়েছে। এবং শিক্ষাক্ষেত্রে ১০৪.৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। জৈব প্রযুক্তির মাধ্যমে কৃষি ক্ষেত্রে ১৫ হাজার নতুন জমিকে অর্গানিক জমিতে অন্তর্ভুক্ত করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১০ মোবাইল প্যান্টরিয়া ভ্যান আনা হবে।
ছাত্র-ছাত্রীদের মহাকাশের সম্পর্কে বৈজ্ঞানিক মানসিকতা আনতে এই উদ্যোগ। ভ্যানগুলি বিভিন্ন প্রান্তে ঘুরে ছাত্র-ছাত্রীদের মানসিকতার বিকাশ ঘটাবে। পুরনো রাজভবন আর্ট গ্যালারি করা হবে। মুখ্যমন্ত্রী ভিলেজ স্কিম আনা হবে।
প্রত্যেক বিধায়ক গ্রাম বেছে নিয়ে তিন বছরের মধ্যে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে মডেল গ্রাম গড়ে তুলবে। স্বনির্ভর পরিবার যোজনার আওতায় ৬ লক্ষ পরিবারকে আনা হবে। সেসব পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে পরিকল্পনা নেওয়া হবে।
স্কুল অফ এক্সিলেন্ট করা হবে। সেখানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। উচ্চ শিক্ষাক্ষেত্রে নয়া দিগন্তের সিদ্ধান্ত। মুম্বাইতে ত্রিপুরা ভবন করা হবে।
আগরতলায় জাতীয় আইন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।পরবর্তী প্রজন্মের জন্য এ বাজেট নয়া দিগন্ত বলে অভিমত ব্যক্ত করলেন তিনি। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সম্পাদক টিংকু রায়।