২০২১-২২ সালের প্রস্তাবিত রাজ্য বাজেট জনকল্যাণমুখী : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ মার্চ।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত রাজ্য বাজেটকে জনকল্যাণমুখী হিসেবে আখ্যায়িত করেন৷ ২০২১-২২ আর্থিক বছরের প্রস্তাবিত রাজ্য বাজেট সম্পর্কে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ তার প্রতিক্রিয়ায় এই অভিমত ব্যক্ত করেন৷ উল্লেখ্য, আজ বাজেট অধিবেশনের প্রথম দিনে ২০২১-২২ অর্থবছরের জন্য ২২,৭২৪.৫০ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে৷

আজ সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী এই প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী বাজেট হিসেবে উল্লেখ করে বলেন, কেন্দ্রীয় সরকারের বাজেট যেরকম জনকল্যাণকর তেমনি প্রস্তাবিত রাজ্য বাজেটও জনহিতকর৷ প্রস্তাবিত এই বাজেটে জনগণের উপর কোনও করের বোঝা চাপানো হয়নি৷ পাশাপাশি, প্রাইমারি সেক্টর যেমন ক’ষি, উদ্যান, মৎস্যচাষ, প্রাণীপালন সহ পর্যটন, স্বাস্থ্য, শিক্ষার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে৷

মুখ্যমন্ত্রী বলেন, একটি রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বনির্ভরতা প্রয়োজন৷ ইজ অব লিভিং এবং ইজ অব বিজনেস এই দুই প্যারামিটারের উপর দাঁড়িয়ে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে৷ তিনি জানান, পর্যটন ক্ষেত্রে ২০২০-২১ অর্থবছরে মোট বাজেটের ৭ কোটি ১৪ লক্ষ বরাদ্দ ছিলো৷

২০২১-২২ অর্থবছরে ১৫ কোটি ৫০ লক্ষ টাকা প্রস্তাব পেশ করা হয়েছে৷ গতবারের তুলনায় বৃদ্ধি করা হয়েছে ২১৭.২৯ শতাংশ৷ তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে ২০২০-২১ অর্থবছরে মোট বাজেটের ২৮ কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ ছিলো৷ ২০২১-২২ অর্থবছরে ৫৬ কোটি ৭৭ লক্ষ টাকা প্রস্তাব পেশ করা হয়েছে৷ বৃদ্ধি পেয়েছে ১৯৭.৯৪ শতাংশ৷

তিনি জানান, পূর্বতন সরকারের সময়ে কৃষি সহ কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নয়নের গ্রোথ ছিলো ৬.৪ শতাংশ৷ বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩.৯ শতাংশ৷ প্রাথমিক ক্ষেত্রে ২০২০-২১ অর্থবছরে বাজেটে বরাদ্দ ছিলো ৮৮৭ কোটি ৪৩ লক্ষ টাকা৷ এবছরের বাজেটে এই ক্ষেত্রে বাজেট প্রস্তাব করা হয়েছে ১২৫০ কোটি ৪৭ লক্ষ টাকা৷ ১৪০.৯১ শতাংশ এই ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে৷

https://www.facebook.com/bjpbiplab/videos/1705956016250375/

স্বাস্থ্যক্ষেত্রে ২০২০-২১ অর্থবছরের বাজেটে বরাদ্দ ছিলো ১১৫৭ কোটি ১২ লক্ষ টাকা৷ ২০২১-২২ অর্থবছরের বাজেটে ১৪৪৩ কোটি ৪৭ লক্ষ টাকা প্রস্তাব পেশ করা হয়েছে৷ এইক্ষেত্রে বাজেট বৃদ্ধি করা হয়েছে ১৩৬.৫৫ শতাংশ৷ শিক্ষাক্ষেত্রে গত অর্থবছরের বাজেট ছিলো ৩৮১০ কোটি ৯৬ লক্ষ টাকা৷ ২০২১-২২ অর্থবছরে বাজেটে প্রস্তাব করা হয়েছে ৪১৫২ কোটি ৬২ লক্ষ টাকা৷ বৃদ্ধি করা হয়েছে ১০৮.৯৭ শতাংশ৷

তিনি বলেন, ত্রিপুরাতে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করার প্রস্তাব রাখা হয়েছে৷ এই আইন বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে শুধু ত্রিপুরার ছেলেমেয়েরা নয় উত্তর-পূর্বা’লের ছেলেমেয়েরা উপক’ত হবে৷ এবারের বাজেটে ট্রাইবাল কালচার ও মিউজিককে উন্নতি সাধনের জন্য প্রস্তাব রাখা হয়েছে৷ মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ প্রকল্পে ৬০টি বিধানসভা এলাকায় ৬০টি মডেল ভিলেজ গড়া হবে৷

মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় ১১৭ কোটি টাকা খরচ করার প্রস্তাব করা হয়েছে৷ এতে ৬ লক্ষ পরিবার উপক’ত হবে৷ প্রতিটি পরিবারকে শূকর, ছাগল, গাভি পালন, মৎস্য চাষে ও সবজি চাষের মাধ্যমে স্বনির্ভর করার প্রস্তাব করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী পুপ উদ্যান প্রকল্পে আগামী ৩ বছরে ১০০ কোটি টাকার ফুলের বাণিজ্য করার প্রস্তাব করা হয়েছে৷

আগে ৬ কোটি ২০ লক্ষ টাকার বাণিজ্য হতো৷ তিনি জানান, জনজাতি সমাজপতিদের ২০০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে৷ তিনি বলেন, ত্রিপুরাতে সেন্ট্রালাইজড অফিস বিল্ডিং করার প্রস্তাব করা হয়েছে৷ এতে ১০০ কোটি টাকা খরচ করা হবে৷

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ৩০ হাজার হেক্টর নতুন জমিতে আগামী ৫ বছরে রাবার চাষ করার প্রস্তাবও এই বাজেটে রাখা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরাকে এক নতুন দিশা দিতে চাইছেন৷ প্রধানমন্ত্রী ত্রিপুরার উজ্জল ভবিষ্যতের স্বপ দেখছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?