অবশেষে ট্রেলার মুক্তির পর উত্তর পাওয়া গেল বৃহস্পতিবার। ২ মিনিটের কিছু বেশি সময়ের ট্রেলারে কয়েক মুহূর্তের জন্য দেখা গেল রিয়াকে। তবে ছবিতে তার চরিত্র সম্পর্কে কিছুই জানা যায়নি। শুধু অভিনেত্রীর চোখে-মুখে থাকা গাম্ভীর্য চোখে পড়ে। ট্রেলারে দেখা যাচ্ছে, ইমরান হাশমিকে আদালতের জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত করছেন অমিতাভ বচ্চন। একই দৃশ্যে দেখা যাচ্ছে আন্নু কাপুরকেও। তার সঙ্গেই গভীর হয় রহস্য।রহস্যকাহিনি থেকে বানানো ছবি ‘চেহরে’।
রিয়ার ছবিতে থাকা নিয়ে প্রশ্ন উঠলে নির্মাতা রুমি জানিয়েছিলেন, রিয়ার চরিত্র ছবি থেকে বাদ দেওয়া হয়নি। তিনি এখনো ‘চেহরে’র অংশ। অতীতেও রিয়ার পক্ষে কথা বলতে শোনা যায় পরিচালককে। ইমরান-অমিতাভ-রিয়া ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ধৃতিমান চট্টোপাধ্যায়, রঘুবীর যাদব, ক্রিস্টাল ডি সুজাকেও।