এডিসি নির্বাচন নিয়ে রাজনৈতিক সংঘর্ষ, বাইকে আগুন

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১৯ মার্চ।। আবারও আইপিএফটি ও নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এডিসি’র পূর্ব মুহুরীপুর-ভুরাতলি কেন্দ্রে উধর্বমুখী রাজনৈতিক উত্তাপ৷ সংঘর্ষে আহত হয়েছেন উভয় দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক৷ ভেঙে ফেলা হয়েছে বেশ কয়েকটি বাইক৷

শুক্রবার পূর্ব মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার মনিরামবাড়ি এডিসি ভিলেজে ঘটে এই সংঘর্ষ৷ জানা যায়, এই কেন্দ্রের নির্দল প্রার্থী ঐ দিন ডোর টু ডোর প্রচারে যান৷ সঙ্গে ছিল এলাকার বিজেপি কর্মীরা৷

আইপিএফটির অভিযোগ প্রচারের সময় জোটধর্ম দূরে রেখে বিজেপি কর্মীরা ভোটারদের মধ্যে নির্দল প্রার্থীর অটো সিম্বলে ভোট দেওয়ার প্রচার করছে৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে বেধে যায় সংঘর্ষ৷

সংঘর্ষে আহত হন উভয় শিবিরের বেশ কয়েকজন কর্মী ও সমর্থক৷ ভেঙে ফেলা হয় বিজেপি কর্মীদের পাঁচটি বাইক৷ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে এডিসির নির্বাচনী এলাকাগুলি৷ ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?