কে হিন্দু, কে মুসলিম, তা ভাগ করে।’তা হতে দেওয়া যাবে না বলেই জানান তৃণমূলের তারকা সাংসদ। এরপরই ‘খেলা হবে’ স্লোগানের প্রসঙ্গে তোলেন দেব। জানান, এখন অনেকেই এই স্লোগান দিচ্ছেন। তিনি বিশেষ রাজনীতি বোঝেন না। তবে যেটুকু বোঝেন, সেই বোঝাটুকু সম্বল করেই বলেন, “যারা মানুষকে ভালো রাখবে, মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে সেই খেলা হবে। যারা হিন্দু-মুসলিমকে ভাগ করে ভোট নেবে তাদের খেলা শেষ হবে।
যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে, তাদের খেলা শেষ হবে। যারা মা-বোনেদের সুরক্ষিত রাখবে সেই খেলা হবে। বাংলার মানুষ যাতে ভালো থাকে, সুরক্ষিত থাকে সেই খেলা হবে।” এভাবে স্লোগান দেওয়ার পরই জ্যোৎস্না মাণ্ডির জন্য ভোট চান তারকা সাংসদ। ২৭ মার্চ জ্যোৎস্নাদেবীর জন্য জোড়াফুলে ভোট দেওয়ার আবেদন করেন দেব।