পানীয় জলের দাবিতে খোয়াই-কমলপুর সড়কে অবরোধ জনতার

স্টাফ রিপোর্টার, খোয়াই, ১৯ মার্চ।। পানীয় জলের দাবিতে শুক্রবার খোয়াই-কমলপুর সড়কের সুখিয়াবাড়িতে পথ অবরোধ করেন এলাকাবাসী৷ তারা জানান, দীর্ঘদিন ধরেই সুখিয়াবাড়ি, বড়ইতলা সহ পার্শ্ববর্তী  এলাকাগুলিতে পানীয় জলের সংকট চলছে৷

পানীয় জলের সংকট দূর করার জন্য এলাকাবাসী স্থানীয় নেতা মাতববর, ডিডব্লিওএস দপ্তর সহ অন্যান্যদের জানিয়েছেন৷ কিন্তু ইতিবাচক কোন সাড়া মিলেনি৷ স্থানীয় বাসিন্দারা ছড়া, নালা, কাচা কুয়ো থেকে জল সংগ্রহ করে তৃষ্ণা মেটাতে বাধ্য হচেছন৷ এসব অপরিশ্রুত জল পান করে নানা জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী৷

শেষ পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোন সাড়া না পেয়ে বাধ্য হয়েই শুক্রবার খোয়াই-কমলপুর সড়কে সুখিয়াবাড়ি এলাকায় মূল সড়ক অবরোধ করেন মহিলারা৷ অবরোধের ফলে বহু সংখ্যক যানবাহন আটকে পড়ে অবরোধ স্থলের দু’পাশে৷ আটকে পড়া যানবাহনের যাত্রী ও মোটর শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন৷

শেষ পর্যন্ত অবরোধের খবর পেয়ে চাম্পাহাওর থানার পুলিশ, তুলাশিখর ব্লকের বিডিও, ডিডব্লিওএস দপ্তরের এসডিও অবরোধস্থলে ছুটে যান৷ অবরোধকারীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা দীর্ঘক্ষণ আলোচনা করেন৷ এলাকায় জনগণের জন্য দ্রুত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে তারা প্রতিশ্রুতি দেন৷

সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই তারা পথ অবরোধমুক্ত করেন৷ তবে, প্রতিশ্রুতি অনুযায়ী পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে তারা পুনরায় বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?