বাগবাসায় পথ দুর্ঘটনার বলি ওএনজিসির শ্রমিক, আহত দশ

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৯ মার্চ।। পথ দুর্ঘটনায় বলি এক ওএনজিসি অস্থায়ী শ্রমিক৷ ঘটনা ধর্মনগর মহকুমার বাগবাসা নোয়াগাঙ্গ বাজারে৷

জানা যায়, শুক্রবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ প্রতিদিনের মতো ওএনজিসির অস্থায়ী কয়েকজন শ্রমিক একটি বলেরো পিকআপ টিআর০৫-সি-১৫১৪ নম্বরের গাড়ি করে পানিসাগরে কাজে যাচ্ছিল৷ নোয়াগাঙ্গ পৌঁছার পর হঠাৎ স্টিয়ারিং ফেইল হয়ে গাড়িটি পাল্টি খায়৷

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে বাগবাসা আউটপোস্টের পুলিশ৷ পুলিশ এসে খবর দেয় ধর্মনগর দমকল দপ্তরে৷ এদিকে গুরুতর আহতদের পুলিশ গাড়ি করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়৷ বাকিদের দমকল কর্মীরা পৌঁছে জেলা হাসপাতালে নিয়ে আসে৷

ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়৷ তার নাম পতিরাম রিয়াং (৪৫)৷ বাগবাসা আউটপোস্টের ওসি দীপাল রুদ্রপাল জানান, মোট ১১জন শ্রমিক গাড়িতে ছিল৷ ১জন মৃত, অপর ১০জন আহত৷ আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে৷ এদিকে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জিবিতে রেফার করা হয়৷

আহতরা হল সুজিত দাস (২৩), বীরসঞ্জয় বর্মন (২৪), ভবেশ রিয়াং (১৭), হরেন রিয়াং (২৭), জানু কুরমী (৩৫), মানব উদ্দীন, সমীর ভুমিজ (২১)৷ মৃত ব্যক্তির বাড়ি জেইথাং টংছড়া, ১নং ওয়ার্ডে৷ বাবার নাম রাইমনি রিায়ং৷ শ্রমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে ওএনজিসি হেড অফিস আগরতলা থেকেও দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?