পানিসাগরে রেল লাইন অবরোধ করল এলাকাবাসী, জেনে নিন কারণ

স্টাফ রিপোর্টার, পানিসাগর, ১৯ মার্চ।। উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত এ,ডি,সি,অধ্যুষিত চন্দ্র হালাম পাড়ায় অবস্হিত রেল লাইনের উপর স্হায়ী ভাবে সেফটি লেভেল ক্রসিং এর দাবিতে আজ সকাল থেকে এলাকাবাসীরা অনির্দিষ্টকালের জন্য রেল লাইন অবরোধ করে।

এদের এই দাবি নুতন নয়, এই নিয়ে বিগত প্রায় তিন বৎসর যাবৎ রেল দপ্তর,  রাজ্য প্রশাসন এবং এলাকাবাসীদের মধ্যে বার কয়েক এিপাক্ষিক চুক্ত সাক্ষরিত হলেও কোন এক অজানা কারনে রেল দপ্তর তাদের দেওয়া প্রতিশ্রুতি পুরন করেনি।  বরং গতকাল সকালে হঠাৎ করে রেল দপ্তর কতৃক ঐ এলাকায় রাস্হাটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ এলাকাবাসীরা দপ্তরকে বাঁধা দান করে এবং তাদের ঘেরাও করে রাখে।

এই খবর ছড়িয়ে পরতেই ঘটনাস্থলে ছুটে আসে পানিসাগর আরক্ষা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে মহকুমা প্রশাসনের আধিকারিক গন। খবর পাটানো হয় ধর্মনগর স্হিত রেলওয়ে দপ্তরে।কিন্ত বিকেল গড়িয়ে গেলেও রেল দপ্তরের কোন আধিকারিক ঘটনা স্হলে পৌছায় নি। তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল লাইন অবরোধ করে।

বিক্ষুব্ধ এলাকাবাসীরা সংঘবদ্ধ ভাবে রেল লাইন অবরোধে বসে।আজ সকালে ধর্মনগর হইতে আগরতলা গামী উভয়দিকের ট্রেন চলাচল করলেও সকাল দশটার পর থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। অপর দিকে শিলচর গামী পেসেন্জার ট্রেনটিও কুমারঘাট স্টেশনে আটকা পড়ে আছে।

এই খবরের ভিওিতে ঘটনা স্হলে পৌছায় পানিসাগর মহকুমা শাসক লাল নুন নেইমি ডার্লং, মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে, ডেপুটি কালেক্টর মঃ নুরুজ্জামান, ।এছাড়াও পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্হলে মোতায়েন আছে পানিসাগর থানার পুলিশ এবং ধর্মনগর স্হিত আর,পি,এফ,পুলিশ।

অবরোধের প্রায় ছয় ঘন্টা অতিবাহিত হবার পর উওর জেলার এ,ডি,এম,এবং ডি,জি,পি,এসে আন্দোলন কারিদের সাথে আলোচনা ক্রমে রাজ্য সরকার কতৃক ২.৭৫ কোটি টাকা ব্যায়ে ফ্লাই ওভার নির্মানের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করা হয়।

নির্মানের সময়সীমা নির্ধারণ করা হয় নয় মাস।বিকাল প্রায় চার ঘটিকায় রেল লাইন অবরোধ মুক্ত করা হয়। পরিশেষে রেল পরিশেবা স্বাভাবিক করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?