স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ মার্চ।। সরকারি দপ্তরে আউটসোর্সিং এ নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বামপন্থী ছাত্রযুবরা শুক্রবার প্যারাডাইস চৌমুহনীতে আধ ঘন্টার প্রতীকী গণ অবস্থান সংঘটিত করেছে।ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শুরুর দিনেই রাজধানী আগরতলা শহরের প্যারাডাইস চৌমুহনীতে প্রতীকী আধাঘন্টার গণঅবস্থান সংগঠিত করেছে ছাত্র যুব সংগঠন।
এদিন রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।রাজ্য সরকার আউটসোর্সিং এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তের প্রতি লিপি প্রকাশ্য রাজপথে পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে বাম ছাত্র যুব সংগঠন।
বিধানসভা অধিবেশন শুরুর দিনেই এ ধরনের প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করার কারণ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন,চলতি বিধানসভা অধিবেশনেই যাতে রাজ্য সরকার আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় সে জন্যই বিধানসভা অধিবেশন শুরুর দিনে এ ধরনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।রাজ্য সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে না নিলে তারা রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
শুধু রাজধানী আগরতলা শহরে নয়, রাজ্যের বিভিন্ন স্থানে বাম ছাত্র যুব সংগঠন আজকের দিনে এই প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে বলেও জানিয়েছেন তিনি।
টি ওয়াই এফ নেতা অমলেন্দু দেববর্মা বলেন,ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে জনগণ রাজ্য সরকারকে এ ধরনের জনবিরোধী সিদ্ধান্তের যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছেন।
বিগত তিন বছরে বিজেপি আইপিএফটি জোট সরকার যেসব কাজ করেছে তার যোগ্য জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।