স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৯ মার্চ।। দীর্ঘ প্রায় দুমাস পর কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রদেশ সভাপতি জয়দুল হোসেন কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন।
কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রদেশ সভাপতি জয়দুল হোসেনের জামিন মঞ্জুর মঞ্জুর করেছে উচ্চ আদালত। উচ্চ আদালত থেকে জামিন মঞ্জুর করায় দুমাস পর কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রদেশ সভাপতি জয়দুল হোসেন কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন।
কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নিয়ে আসার জন্য শুক্রবার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরজিত সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ কেন্দ্রীয় কারাগারে যান। সেখান থেকে তাকে সসম্মানে ফুলের মালায় বরণ করে নিয়ে আসেন কংগ্রেস নেতৃবৃন্দ।
এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরাজিত সিনহা বলেন তাকে চক্রান্ত করে জেলে পাঠানো হয়েছিল। এই চক্রান্তের যোগ্য জবাব দিতে কংগ্রেস দল প্রস্তুত বলে তিনি জানিয়েছেন। শাসক দল বিজেপি এবং তার মিত্র শক্তি এই চক্রান্তের সঙ্গে জড়িত বলে তিনি মন্তব্য করেন।
বিশালগড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনার পর শাসক দল ও তাদের মিত্র শক্তি চক্রান্ত করে এ মামলায় কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রদেশ সভাপতি জয়দুল হোসেনকে ফাঁসিয়ে দেয় বলে গুরুতর অভিযোগ।