ঘটনার বিবরনে জানা যায় গত ১৩ ই মার্চ রাত আটটা নাগাদ একই থানাধীন মংগল পাড়ার যোগেন্দ্র দেববর্মার ছেলে ধনঞ্জয় দেববর্মা পূর্ব পরিচয়ের সূত্র ধরে মহিলার বাড়িতে আসে। এই সময় মহিলার দিনমজুর স্বামী বাড়িতে ছিলেন না! এই সুযোগে অভিযুক্ত ধনঞ্জয় দেববর্মা মহিলাকে পাশ্ববর্তী জংগলে নিয়ে গিয়ে ধর্ষন করে বলে অভিযোগ। এর পর অভিযূক্ত ব্যক্তি গা ঢাকা দেয়। ঘটনার চার দিন পর নির্যাতনের শিকার উপজাতি গৃহবধু তার দিনমজুর স্বামীকে সাথে নিয়ে কল্যানপুর থানায় মামলা করে। এই মামলার তদন্তকারি পুলিশ অফিসার হলেন মহিলা সাব ইন্সপেক্টর জয়া ভট্টাচার্য্য।
পুলিশ মামলা হাতে নিয়েই অভিযুক্তের গ্রেপ্তারের ব্যাপারে তল্লাশি জারি রেখেছে । গতকাল রাত আনুমানিক ৯.৩০ মিনিট নাগাদ নির্যাতিতা মহিলার মেডিকেল টেস্ট করা হয় কল্যানপুর গ্রামীন হাসপাতালে। ঘটনায় একদিকে যেমন গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরী হয়েছে ঠিক অন্যদিকে ধর্ষনের মত মারাত্মক ঘটনার পর মামলা নথীভূক্ত করতে দীর্ঘ চারদিন সময় কেন লাগল প্রশ্ন উঠতে শুরু করেছে।