পারিবারিক সূত্রে জানা গেছে ওই ব্যক্তি রাবার বাগানে কাজ করতো। এলাকায় তিনি সহজ সরল মানুষ হিসেবে পরিচিত ছিলেন।সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কেন রাবার বাগানের ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো ঐ ব্যক্তি তা নিয়ে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে।
জানা যায় বৃহস্পতিবার সকালে রাবার বাগানে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তার পরিবারকে খবর দেন। খবর পেয়ে তার স্ত্রী এবং আত্মীয়-স্বজনরা সেখানে ছুটে যান। খবর পাঠানো হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আত্মহত্যার সঠিক কারণ সম্পর্কে পরিবারের লোক জন কিছুই বলতে পারছেন না।
পূর্ব আড়ালিয়া রাবার বাগানে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।