পেছন দিক থেকে আসা দ্রুতগামী মারুতি গাড়ি পেছনে এসে ধাক্কা লাগে। তাতে মারুতি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর ভাবে আহত হয়। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।সেখান থেকে মারুতি গাড়ির চালককে উদ্ধার করে রাণীরবাজার হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর জওয়ানরা।রানির বাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বৃহস্পতিবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মোটর সিন্ডিকেটের কর্মকর্তা এবং মৃতের পরিবারের লোকজনরা হাসপাতালে ছুটে আসেন।রানির বাজার থানার পুলিশ এ ব্যাপারে কি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনায় চালকের মৃত্যুরসংবাদে তার নিজ বাড়ি এলাকায় এবং মোটর শ্রমিক দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।