দেশব্যাপী ধর্মঘটের অঙ্গ হিসেবে রাজ্যও এলআইসি কর্মীরা ধর্মঘটে সামিল হয়েছেন।এদিন আগরতলায় এলআইসি অফিস এর সামনে সর্বস্তরের কর্মীরা প্রতিবাদ বিক্ষোভ করেন।সংগঠনের নেতৃবৃন্দ জানান কেন্দ্রীয় সরকার ইনস্যুরেন্স সেক্টরকে বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করে না দিলে তারা জীবন জীবিকার স্বার্থে বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন। রাজ্যের সর্বত্র এলআইসি কর্মীরা প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে শামিল হন।
সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন গত পয়লা ফেব্রুয়ারি সংসদে দেশের অর্থমন্ত্রী সীতারামন বাজেট প্রস্তাব পেশ করে বীমা ক্ষেত্রকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশ থেকে বৃদ্ধি করে৭৫ শতাংশ করার কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে শামিল হওয়া ছাড়া তাদের সামনে বিকল্প পথ খোলা নেই বলেও তারা স্পষ্ট ভাবে জানিয়েছেন।রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিকে বেসরকারিকরণ এবং বীমা সংস্থাগুলোকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করে নিতে আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন।