বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন লক্ষ করেন পেতে রাখা ফাদের মধ্যে একটি প্রাণী আটকে পড়েছে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্যান্য লোকজনদেরকে। উৎসুক জনতা সেখানে ভিড় করেন। প্রাণীটি দেখতে চিতা বাঘের মত। এই বন্য প্রাণীকে হত্যা না করে স্থানীয় লোকজন খবর পাঠান বনদপ্তর এবং পুলিশকে।ফাঁদে আটকে পড়া বন্যপ্রাণী টিকে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বন্য প্রাণীর তাণ্ডবে এলাকায় ছাগল ইত্যাদি পালন করা কষ্টকর হয়ে উঠেছিল।তাদের আশঙ্কা এলাকার জঙ্গলে আরো চিতা বাঘের বাচ্চা থাকতে পারে।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা বনদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।