চিতার মত দেখতে বিড়াল প্রজাতির প্রাণী আটক কমলাসাগরে

স্টাফ রিপোর্টার, কমলাসাগর, ১৮ মার্চ।। কমলাসাগর বিধানসভা এলাকার পাতারিয়াদার গ্রাম পঞ্চায়েতের শান্তিমুড়ার জঙ্গল থেকে ফাঁদ পেতে একটি চিতাবাঘ আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।কমলাসাগর বিধানসভা এলাকার পাতারিয়াদার শান্তিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরেই বন্যপ্রাণী উৎপাত চালিয়ে আসছিল।এলাকার বাড়ি ঘরে ঢুকে হাঁস-মুরগি গরু-ছাগল ইত্যাদি মেরে ফেলতো। তাতে অতিষ্ঠ হয়ে ওঠেন ওইসব এলাকায় বসবাসকারী মানুষজন। শেষ পর্যন্ত এলাকার লোকজন রা জঙ্গলের ভিতরে একটি টং ঘর তৈরি করে সেটির মধ্যে ফাঁদ পেতে রাখেন।

বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন লক্ষ করেন পেতে রাখা ফাদের মধ্যে একটি প্রাণী আটকে পড়েছে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্যান্য লোকজনদেরকে। উৎসুক জনতা সেখানে ভিড় করেন। প্রাণীটি দেখতে চিতা বাঘের মত। এই বন্য প্রাণীকে হত্যা না করে স্থানীয় লোকজন খবর পাঠান বনদপ্তর এবং পুলিশকে।ফাঁদে আটকে পড়া বন্যপ্রাণী টিকে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বন্য প্রাণীর তাণ্ডবে এলাকায় ছাগল ইত্যাদি পালন করা কষ্টকর হয়ে উঠেছিল।তাদের আশঙ্কা এলাকার জঙ্গলে আরো চিতা বাঘের বাচ্চা থাকতে পারে।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা বনদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?