বিবিসির এক বিবৃতিতে বলা হয়েছে, অং থুরার ব্যাপারে তারা উদ্বিগ্ন এবং তিনি কোথায় আছেন তা জানতে সাহায্য চেয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, বিবিসির অং থুরা ছাড়াও স্থানীয় নিউজ পোর্টাল মিজিমার সাংবাদিক থান টিকে অংকে আটক করা হয়েছে।
দুপুরের দিকে একটি গাড়িতে এসে সাধারণ পোশাকধারীরা অং থুরার সঙ্গে দেখা করতে চান। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি বিবিসি। বিবৃতিতে বিবিসি জানিয়েছে, ‘মিয়ানমারে সব কর্মীর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে বিবিসি। আমরা অং থুরাকে খুঁজে পেতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার অবস্থান জানতে এবং তিনি নিরাপদে আছেন এটা নিশ্চিত করতে আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছি।’