স্টাফ রিপোর্টার, কদমতলা, ১৮ মার্চ।। র্ফাঁসিতে আত্মঘাতী ২১ বছর বয়সী এক যুবতী। ঘটনা উত্তরের কদমতলা থানাধীন রানীবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার জয় সিং গোল পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায় আজ দুপুরে মৃতার বৌদি খেতে গরু চরাতে গিয়ে টিলার উপরে তাকিয়ে দেখতে পান কিছু একটা দেখা যাচ্ছে।
তখনই তিনি তড়িঘড়ি করে বাড়িতে এসে স্বামীকে বিষয়টি জানান। স্বামীর সাথে সাথে কিছু লোকজন নিয়ে টিলার উপরে বাঁশঝাড়ের মধ্যে গিয়ে দেখতে পান ছোট বোন ফাঁসিতে আত্মঘাতী হয়েছে। মৃতার বড় ভাই জানান গতকাল সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিল লক্ষ্মীমণি উরাং (২১) পিতা মতিলাল উরাং।
গতকাল বিকাল বেলা থেকেই চতুর্দিকে খুজাখুজি চলছিল। আজ সকালেও আত্মীয়-স্বজন ও এলাকায় খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছিল না লক্ষ্মীমণি উরাংকে। আজ দুপুরে উনার স্ত্রী গরু চড়াতে গিয়ে দেখতে পান জঙ্গলের মধ্যে ঝুলন্ত অবস্থায় ননদ কে। তবে পারিবারিক কোনো ঝামেলা ছিল না বলে জানিয়েছেন মৃতার বড় ভাই।
পরে সাথে সাথে খবর দেওয়া হয় কদমতলা থানায় ঘটনাস্থলে কদমতলা থানার এসআই বুদ্ধিমান দেববর্মা সহ বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয় মৃতদেহটি নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে গোটা বিষয়টি নিয়ে কদমতলা থানার এসআই বুদ্ধিমান দেববর্মা জানান আজ দুপুরে থানায় খবর আসে যে রানীবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছেন কদমতলা হাসপাতালের মর্গে। তবে এটি হত্যা না আত্মহত্যা তদন্ত করে দেখছে পুলিশ। ২১ বছর বয়সী যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়াতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।