অনলাইন ডেস্ক, ১৮ মার্চ।। খেলা চলাকালে ফের মেজাজ হারালেন বিরাট কোহলি। এবার রাগে সতীর্থকে মাঠেই গালিগালাজ করতে দেখা গেল ভারত অধিনায়ককে। সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনা মঙ্গলবার ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির। ভারতের বোলিং ইনিংসে শার্দুল ঠাকুরকে মাঠেই গালিগালাজ করেন কোহলি।
ইংল্যান্ডের ইনিংসের ১২তম ওভারে ঘটে সেই ঘটনা। ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করছিল ইংল্যান্ড। দলটির স্কোর তখন ২ উইকেটে ৯৮ রান। ব্যাট হাতে আক্রমণ শানাচ্ছেন জস বাটলার। যুজবেন্দ্র চহালের গুগলি স্কয়ার লেগে ঠেলে দিয়ে রান নিতে গিয়েছিলেন জনি বেয়ারস্টো।
সে সময় শার্দুলের থ্রো উইকেটের অনেক বাইরে দিয়ে যায়। ফলে বাটলার-বেয়ারস্টো জুটি দুই রান নিয়ে নেয়।
উইকেটের অপরপ্রান্তে বল ধরার পরেই শার্দুলের উদ্দেশে গালিগালাজ করতে দেখা যায় কোহলিকে।
ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন শার্দুলও। কোহলি তাতেও থামেননি। বেশ কিছুক্ষণ হতাশা প্রকাশ করেন।
শার্দুলের থ্রো ঠিকঠাক থাকলে বিপদে পড়তে পারতেন বাটলার। আউটের সুযোগ নষ্ট হওয়াতেই রেগে গিয়েছিলেন কোহলি।
শেষ পর্যন্ত বাটলারই সেদিন ৫২ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ৮ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ইংলিশরা এগিয়ে গেছে ২-১ এ।