পানীয় জলের দাবীতে পথ অবরোধ গ্রামবাসীদের

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৭ মার্চ।। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দ্রুত পানীয় জল সরবরাহ করার উপযুক্ত ব্যবস্থা করার দাবিতে বুধবার সকাল থেকে মোহনপুর সীমনা পথ অবরোধ করেন মহিলারা।বুধবার সকাল থেকে সিমনা বিধানসভার বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের বিদ্যুৎ দপ্তর এর অফিসের সামনে মোহনপুর টু সিমনা প্রধান রাস্তার উপর বৈরাগীপাড়ার গ্রামবাসীরা জলের দাবিতে রাস্তা অবরোধ করেন। জানা যায় গত ছয় দিন যাবত বৈরাগীপাড়াতে পানীয় জলের একমাত্র উৎস ডিপটিউওয়েলটি চালানো হচ্ছে না, ।

কারণ হিসেবে জানা যায় বৈরাগীপাড়া স্থিত ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যায় ৭ দিন আগে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত বেসরকারি ফিডকো কোম্পানি সাত দিন যাবত ট্রান্সফরমারটি সারাই করার কোন উদ্যোগ গ্রহণ করছে না। যার ফলে বিদ্যুৎ না থাকায় ডিপটিউবওয়েলটি চালানো যাচ্ছে না। তাতে গ্রামবাসীরাও জল পাচ্ছে না। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ এ বসেন গ্রামের মহিলারা। অবরোধকারীরা স্পষ্ট ভাবে জানান কতৃপক্ষের কাছ থেকে কোন আশ্বাস না পাওয়া গেলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।শুকা মরসুমে পানীয় জলের অভাবে এলাকার মানুষজন জটিল সমস্যায় পড়েছেন। এরইমধ্যে বিদ্যুতের অভাবে পাম্প চালাতে না পারায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা আরো বেড়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?