পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন জনজাতিরা

স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৭ মার্চ।। ভোটের মুখে বুধবার সাতসকালে আঠারোমুরা এলাকার তৃষ্ণার্থ উপজাতি ভূমিপুত্ররা বিশুদ্ধ পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল । ঘটনা মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে জাতীয় সড়কের ৪৭ মাইল এলাকায়। দীর্ঘ বছরের পর বছর ধরে ৪৭মাইল, ৪৮মাইল সহ তার পার্শ্ববর্তী এলাকা গুলিতে তীব্র পানীয় জলের সংকট চলছে। এলাকার মানুষজন পানীয় জলের সুব্যবস্থা করে দেওয়ার জন্য বারবার মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসন সহ স্থানীয় নেতাদের জানিয়েছিলো। কিন্তু পানীয় জলের সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে যায়।

যার ফলে ৪৭/৪৮মাইল সহ তার পার্শ্ববর্তী এলাকার মানুষজনদের পানীয় জলের ব্যবস্থা করার জন্য হন্যে হয়ে ঘুরতে হয়। তাই এবার এডিসি ভোটের মুখে পানীয় জলের সুব্যবস্থা করে দেওয়ার জন্য বুধবার সাতসকালে ৪৭মাইল এলাকার জাতীয় সড়ক অবরোধে বসে এলাকার ভূমিপুত্ররা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ সহ মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসনের কর্মকর্তারা।

প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের আশ্বস্ত করতে চাইলেও অবরোধকারীরা তা মানতে নারাজ। অবরোধকারীরা চাইছে প্রশাসন থেকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে তবেই জাতীয় সড়ক অবরোধ মুক্ত হবে। পরে মুঙ্গিয়া কামী ব্লকের ভিডিও ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের আশ্বাস দেন অতি দ্রুত পানীয় জলের সমস্যা নিরসন করে দেওয়া হবে। প্রশাসনের কাছ থেক সুনির্দিষ্ট প্রতিশ্রুতিিি পাবার পরই অবরোধকারীরা জাতীয় সড়ক উন্মুক্ত করে দেয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?