কোহলির সমালোচনায় গম্ভীর

অনলাইন ডেস্ক, ১৭ মার্চ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের একমাত্র জয়ী একাদশের সদস্য সূর্যকুমার যাদব এক ম্যাচ খেলেই রিজার্ভ বেঞ্চে বসে পড়েছেন। অভিষেকের পরে দ্বিতীয় ম্যাচে সুযোগ না পাওয়ায় সূর্যকুমার যাদবের হয়ে এবার ব্যাট ধরলেন গৌতম গম্ভীর। দলনেতা বিরাট কোহলির সমালোচনা করেছেন তিনি। ইএসপিএন ক্রিকইনফোয় নিজের বক্তব্য রাখতে গিয়ে ভারতের জাতীয় দলের সাবেক তারকা ওপেনার সূর্যকুমার যাদবের বাদ পড়া নিয়ে বলেন, ‘কিছু ম্যাচ টানা খেলিয়ে দেখে নেওয়া উচিত টি-টোয়েন্টি পরিকল্পনায় মুম্বাই ব্যাটসম্যান খাপ খাচ্ছেন কিনা।’

তারপরেই মুখ খুলেছেন গম্ভীর, ‘স্কোয়াডে রয়েছে এমন কাউকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হোক। অন্তত টানা তিন-চারটে ম্যাচ খেলানো হোক, তারপরেই বোঝা যাবে, সে কোন অবস্থায় রয়েছে।’ ‘সবাই বিশ্বকাপের প্রস্তুতির কথা বলছে, তবে এটা মোটেই ঠিকঠাক প্ল্যানিং নয়। একই ক্রিকেটারদের বারবার খেলানো হচ্ছে। অধিনায়কের এই সিদ্ধান্ত মোটেও ভালো হয়নি।’ প্রথম একাদশে সূর্যকুমার যাদবের প্রতিযোগিতা আপাতত ৫ নম্বরে শ্রেয়াস আইয়ারের সঙ্গে। প্রথম ম্যাচে ৬৭ করার পরে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে আইয়ার করেছেন যথাক্রমে ৮ ও ৯। ঘটনা হল, প্রথম একাদশে জায়গা করে নেওয়ার জন্য সূর্যকুমারকে আপাতত বেশ কিছুদিন রিজার্ভ বেঞ্চে বসতে হবে। তারপরে বিকল্প পরিস্থিতিতে সুযোগ মিলতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স তারকার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?