তারপরেই মুখ খুলেছেন গম্ভীর, ‘স্কোয়াডে রয়েছে এমন কাউকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হোক। অন্তত টানা তিন-চারটে ম্যাচ খেলানো হোক, তারপরেই বোঝা যাবে, সে কোন অবস্থায় রয়েছে।’ ‘সবাই বিশ্বকাপের প্রস্তুতির কথা বলছে, তবে এটা মোটেই ঠিকঠাক প্ল্যানিং নয়। একই ক্রিকেটারদের বারবার খেলানো হচ্ছে। অধিনায়কের এই সিদ্ধান্ত মোটেও ভালো হয়নি।’ প্রথম একাদশে সূর্যকুমার যাদবের প্রতিযোগিতা আপাতত ৫ নম্বরে শ্রেয়াস আইয়ারের সঙ্গে। প্রথম ম্যাচে ৬৭ করার পরে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে আইয়ার করেছেন যথাক্রমে ৮ ও ৯। ঘটনা হল, প্রথম একাদশে জায়গা করে নেওয়ার জন্য সূর্যকুমারকে আপাতত বেশ কিছুদিন রিজার্ভ বেঞ্চে বসতে হবে। তারপরে বিকল্প পরিস্থিতিতে সুযোগ মিলতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স তারকার।