উইকেটকিপার পন্তের উপর পুরোপুরি সন্তুষ্ট নন রবিচন্দ্রন অশ্বিন

অনলাইন ডেস্ক, ১৮ মার্চ।। ব্যাট হাত রিশভ পন্ত দারুণ ছন্দে রয়েছেন। অস্ট্রলিয়া এবং ইংল্যান্ড সিরিজে ভারতকে সাফল্য এনে দিতে বড় ভূমিকাও রেখেছেন।

কিন্তু উইকেটকিপার পন্তের উপর পুরোপুরি সন্তুষ্ট নন রবিচন্দ্রন অশ্বিন। বিশেষ করে রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পন্তের আরো উন্নতি প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে পর পর দুটি টেস্ট সিরিজ জয়ে দারুণ ভূমিকা রেখেছেন অশ্বিন। ৭ টেস্টে উইকেট নিয়েছেন ৪৪টি। কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তার ভুল ডিআরএস নেওয়া নিয়ে বেশ সমালোচনা হয়েছে।

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে অশ্বিন এ নিয়ে বলেছেন, ‘রিভিউ নেওয়া নিয়ে অনেকেই আমার দিকে একটু অন্য ভাবে তাকান। সেটা পাল্টানো দরকার। ‘আমার রিভিউয়ের সিদ্ধান্ত খুব একটা ভুল হয় না। অন্তত ইংল্যান্ড সিরিজের আগে এই নিয়ে সমস্যাই হত না। ’

এরপরই পন্তের প্রসঙ্গে আসেন অশ্বিন, ‘আসলে রিভিউ নেওয়ার বিষয়টা অনেকটাই উইকেটরক্ষকের উপরও নির্ভর করে। আর পন্তের কারণে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জায়গায় ওর উন্নতি প্রয়োজন। ’

এই নিয়ে আলাদা করে পন্তের সঙ্গে কথাও বলেছেন বলে জানান অশ্বিন। তিনি বলেন, ‘পন্তের জন্য আমাকে বহু বার ডুবতে হয়েছে। আমি তাই পন্তকে আলাদা করে নিয়ে গিয়ে বলি যে, রবি ভাই (রবি শাস্ত্রী) আমার রিভিউ নেওয়া নিয়ে অভিযোগ করছে।

এলবিডব্লিউয়ের সময় বল পায়ের কোথায় লাগছে সেটা বুঝতে পারলেও, বল কোন দিকে যেতে পারে সেটা বোঝার জন্য উইকেটরক্ষকের উপরেই ভরসা করতে হয়। ’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?