অনলাইন ডেস্ক, ১৮ মার্চ।। শুরুতেই মাউরো ইকার্দি গোল আদায় করলেন। পরে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। সুবাদে লিলকে হারিয়ে ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল পিএসজি। বুধবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ৩-০ গোলে জয় তুলে নেয় পিএসজি।
ম্যাচের ৯ মিনিটে আর্জেন্টাইন তারকা ইকার্দি গোল করেন। ৪১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন এমবাপ্পে। ম্যাচের একেবারে অন্তিম সময়ে এমবাপ্পে নিজেদের দ্বিতীয় গোল আদায় করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে পিএসজির হয়ে এমবাপ্পের গোল হলো ২৭টি।
এনিয়ে টানা সপ্তমবারের মতো ফ্রেঞ্চ কাপের শেষ আট নিশ্চিত হলো পিএসজির। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আসরের শিরোপা জিতেছে মোট ১৪বার।
লিগ ওয়ানে অবশ্য ২৯তম রাউন্ড শেষে লিল পিএসজির থেকে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে। ৬৩ পয়েন্ট লিলের। ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পিএসজি।