জাতির জনক বঙ্গবন্ধুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবে পালনও করা হয়েছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সহকারী হাই কমিশনার বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন।ভবিষ্যৎ প্রজন্মের সামনে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরতেই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।বঙ্গবন্ধুর জন্ম দিবসে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করার অঙ্গ হিসেবে আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনার অফিস এ শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।