দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলে বাইকের মালিক বিষয়টি টের পেয়ে তড়িঘড়ি নিজের ঘর থেকে ওঠে প্রথমে বাইকে লাগানো আগুন নেবানোোর চেষ্টা করে। খবর পেয়ে এলাকার লোকজন এসে জল দিয়ে নজরুলের বাইক ও নিজের বসত ঘরটি বাঁচানোর চেষ্টা করেে। বাইকটিকে আগুনের হাত থেকে রক্ষাষা করা যায়নি ।বাইকের টুলবক্সে ছিল বাইকের লাইসেন্স ও ইন্সুরেন্স সহ মূল্যবান কাগজ পত্র । তাও পুড়ে ছাই হয়ে যায়।
পুড়ে যাওয়া বাইকের নাম্বার ছিল টি-আর -01-টি -5023। বাইকের মালিক বুধবার সকাল বেলা কলমচৌড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার জেরে পুরো এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এটি একটি পরিকল্পিত নাশকতামূলক ঘটনা বলে অভিযোগ।