৮৩ মিনিটে লুইস মুরিয়েল আতালান্তার পক্ষে ব্যবধান কমান। এক মিনিট পরই মার্কো আসেনসিও রিয়ালের পক্ষে গোল করেন। তাতে ৩-১ গোলে এগিয়ে যায় দলটি। ২০১৮ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠে এল রিয়াল। গত আসরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল দলটিকে। তার আগের বছর আয়াক্সের বিপক্ষে হেরে শেষ ষোলোতেই বেজেছিল দলটির বিদায় ঘণ্টা।
অপ্রতিরোধ্য সিটি বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। দুই লেগ মিলে ৪-০ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নেয় পেপ গার্দিওয়াল সিটি। ম্যাচের ২০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় সিটি। ১২ মিনিটে কেভিন ডি ব্রুইনে ইংলিশ দলটিকে এগিয়ে নেওয়ার পর ১৮ মিনিটে ব্যবধান বাড়ান ইলকাই গিনদোয়ান। সব প্রতিযোগিতা মিলে শেষ ২৫ ম্যাচে এটি ২৪তম জয় সিটির। চ্যাম্পিয়ন্স লিগেও টানা সাত ম্যাচ নিজেদের জাল অক্ষত রেখেছে দলটি। এই ম্যাচে দুই গোলে চলমান মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ১০০ গোল পূর্ণ করল ম্যানচেস্টার সিটি।