কমলা হ্যারিসের বাসভবনের বাইরে ‘বিপজ্জনক’ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ১৯ মার্চ।। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাসভবনের বাইরে থেকে সশস্ত্র এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির কাছে বিপজ্জনক অস্ত্র এবং গোলাবারুদ ছিল। বিবিসি জানিয়েছে, ওই বাড়িতে কমলা হ্যারিস থাকেন না। ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর ১২টা ১২ মিনিটের দিকে টেক্সাস থেকে আসা একটি ইন্টেলিজেন্স বুলেটিনের সূত্র ধরে ইউএস সিক্রেট সার্ভিস সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে।

ডিসি পুলিশ জানায়, স্যান এন্টনিওর বাসিন্দা ৩১ বছর বয়সী পল মারেকে গ্রেপ্তার করে তার গাড়ি থেকে একটি এআর ১৫ সেমি-অটোমেটিক রাইফেল, ১১৩ রাউন্ড অনিবন্ধনকৃত গুলি ও পাঁচটি ৩০ রাউন্ডের ম্যাগাজিন উদ্ধার করেছে তারা। পুলিশ আরও জানায়, মারেকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে- বিপজ্জনক অস্ত্র বহন, অনুমোদিত ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে রাইফেল কিংবা শটগান বহন করা, অনিবন্ধনকৃত গুলি ও বেশি ধারণক্ষমতার ম্যাগাজিন রাখা ইত্যাদি। ইউএস সিক্রেট সার্ভিস জানিয়েছে, মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে ইউনিফর্ম পরিহিত ডিভিশন অফিসাররা সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?