ঘটনার বিবরণে জানা যায় সেকেরকোট পশ্চিম পাড়া এলাকার বিশ্বজিৎ ধরের আঠারোটি হাস রয়েছে। দীর্ঘ কয়েক মাস যাবত অনেক আশা নিয়ে তার পরিবার হাঁস পালন করে আসছে। বুধবার সকাল বেলা সেই হাঁসগুলি পাশের জমিতে যায়। সেই জমির মালিক হলেন শান্তুু ধর । জমিতে চাষাবাদ করে ওই এলাকারই দুলাল মিয়া। জমির মালিক ও কৃষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জমিতে বিষাক্ত ওষুধ দিয়ে হাঁসগুলিকে হত্যা করে ।
জানা যায় পূর্বে তাদের মধ্যে শত্রুতা ছিল । পূর্ব শত্রুতার জেরেই ১৮ টি হাঁসকে হত্যা করেছে ।পরবর্তী সময়ে বিশ্বজিত ধর এলাকার মাতববরদের দ্বারস্থ হয়। ক্ষতিগ্রস্তত ব্যক্তি কোন আশ্বাস ও ন্যায় বিচার না পেয়ে আমতলী থানায় মামলা করে তাদের বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে সেকেরকোট পশ্চিম পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অবলা জীব হত্যার দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।