চাকরির দাবীতে আবারও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ মার্চ।। এ এন এম এবং এম পি ডব্লিউ প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের অবিলম্বে নিয়োগের দাবিতে বুধবার গোর্খা বস্তিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়।বিগত চার বছর ধরে এ এন এম এবং এমপিডব্লিউ পদে নিয়োগ বন্ধ। ২০১৭সালের প্রথমদিকে বামফ্রন্ট সরকারের আমলে শেষবারের মতো এএনএম এবং এম পি ডব্লিউ নিয়োগ করা হয়েছিল। ২০১৭ সালের শেষের দিকে ৭৯১ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পদে নিয়োগ করা হয়নি।

বামফ্রন্ট সরকারের শেষ দিকের সময় থেকে শুরু করে বর্তমান সরকারের বিগত চার বছরের মধ্যে এএনএম এবং এম পি ডব্লিউ পদে কাউকে নিয়োগ করা হয়নি। অথচ রাজ্যে এ এন এম. এবং এম পি ডব্লিউদের জন্য শূন্য পদ রয়েছে। রাজ্যে প্রশিক্ষণপ্রাপ্ত বেকারের সংখ্যা বড়জোর ৮০০। দীর্ঘ চার বছর ধরে নিয়োগ বন্ধ করে রাখায় প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা বিপাকে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বারবার দেখা করার সময় চেয়ে চিঠি পাঠানোর সময় দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য দপ্তরের কাছে বহুবার এ বিষয়ে দাবি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। কিন্তু শূন্যপদে এখনো পর্যন্ত নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

তাতে শব্দ হয়েই প্রশিক্ষণপ্রাপ্ত এএনএম এবং এম পি ডব্লিউ বেকাররা বুধবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ এবং ধর্না সংগঠিত করে। আন্দোলনকারীরা দাবি করেছে শূন্যপদ থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ করা হচ্ছে না।রাজ্য সরকার আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে এবং অন্যান্য স্থানেও নতুন নতুন স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। অথচ কর্মী নিয়োগ করা হচ্ছে না।শুধুমাত্র স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করলেই স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করা যায় না বলে তারা অভিমত ব্যক্ত করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?