প্রতাপগড়ের স্বপন ডাক্তারের প্রতাপ খতম, প্রকাশ পেল তার জারিজুরি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মার্চ।। ডাক্তার না হয়েও তিনি ডাক্তার৷ তিনি পরিচিত স্বপন ডাক্তার হিসেবে৷ এলাকাবাসী নন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানাহ উপসর্গ নিয়ে আসা মানুষদের কাছে ‘স্বপন’ ডাক্তার হিসেবে পরিচিত৷ উনার পদবি কি? ডাক্তারি কোনো নথি আছে কিনা? ইত্যাদি বিষয়ে কারো কোন কিছুই জানা নেই৷

কিন্তু তিনি ডাক্তার, স্বপন ডাক্তার৷ টানা ১৫-২০ বছর ধরে তিনি ডাক্তারি করছেন৷ অথচ নেই তার কাছে ডাক্তারি কোন যোগ্যতা৷ বহুবছর ধরে ‘ডাক্তারি’ করলেও কোন সমস্যার মুখে পড়তে হয়নি৷ অবশেষে গত সোমবার স্বপন ডাক্তারের ডাক্তারি প্রকাশ্যে চলে আসে৷

গোপন সূত্রে খবর পেয়ে স্বপন ডাক্তারের প্রতাপগড় টেকরই চৌমুহনিস্থিত দোকানে অভিযানে যান সিএমও পশ্চিম জেলার ডাঃ দেবাশিস দাস৷ সিএমও ডাঃ দাস’র সাথে অভিযানকালে ছিলেন বিভাগীয় অন্যান্য আধিকারিক, কর্মচারীরা৷

ডাঃ দাস স্বপন ডাক্তারের ওষুধের দোকান (চেম্বার) দেখে চোখ কপালে উঠার উপক্রম৷ সিএমও পশ্চিম ডাঃ দাস’এর সাথে যোগাযোগ করলে তিনি জানান স্বপন ডাক্তারের কাছে ডাক্তারি কোন বৈধ নথি নেই৷ ফার্মাসিস্ট নথি আছে বলে তিনি দাবি করেন৷

কিন্তু এসংক্রান্ত কোন নথি দেখাতে পারেননি স্বপন ডাক্তার৷ পাকিস্তান থেকে নাকি তিনি ফার্মাসিস্ট করেছেন এবং এই নথি আছে বলে তিনি দাবি করেন৷ কিন্তু সিএমও ডাঃ দাস’র কাছে এই নথির কোন কপি তুলে ধরতে পারেননি৷

সিএমও ডাঃ দাস জানান, স্বপন ডাক্তারকে দোকান বন্ধ রাখতে বলা হয়েছে৷ এভাবে বছরের পর বছর অবৈধভাবে এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য তার বিরুদ্ধে (স্বপন ডাক্তার) যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊধর্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?