সোনামুড়ায় পুলিশ উদ্ধার করল তিনশ দশ কিলোগ্রাম গাঁজা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মার্চ।। আবার খাকি উর্দি ওয়ালাদের হানা, সোনামুড়া থানাধীন কমলনগর গ্রামে৷ উদ্ধার করে তিনশ দশ কিলোগ্রাম গাঁজা৷ যেগুলি রাখা ছিল ড্রাম ভর্তি করে মাটির নিচে৷ তাও আবার গ্রামের বিদ্যালয়ের পাশে৷

যারা রেখেছিল তাদের ধারণা ছিল এই জায়গাতে মাটির নিচে গাঁজা রাখলে টের পাবেনা কেউই৷ কিন্তু গোপন সূত্রে ঠিক খবর পেয়ে গেছে পুলিশ৷ এর পরেই সোম ও মঙ্গলবার গভীর রাতে গাঁজা লুকানোর স্থানে হানা দেয় পুলিশ৷ বেশ কয়েকঘণ্টার  অভিযান চালানো হয়৷ এর পরেই মাটির নিচ থেকে উদ্ধার করা হয় আটটি ড্রাম ভর্তি শুকনো গাঁজা৷

এই অভিযানে ছিলেন মহকুমা পুলিশ সুপার বনোজ বিপ্লব দাস, ওসি সোনামুড়া পার্থ নাথ ভৌমিক সহ পুলিশ ও টিএসআর কর্মীরা৷ সোনামুড়া মহকুমার গাঁজার স্বর্গোদ্যান বলে পরিচিত এই কমলনগর গ্রামেই ইতিমধ্যে একাধিক হানা দিলো পুলিশ, অবৈধভাবে চাষ করা গাঁজা উদ্ধার করার জন্য৷

এ সম্পর্কে একটি মাদক বিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে বলে পুলিশের খবর৷ এছাড়া সোনামুড়া থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে মাদক বিরোধী আইনে৷ যার নাম তাহের মিঞা (পিতা মৃত ইদ্রিস মিঞা)৷ বাড়ি শোভাপুর গ্রামের সূর্য্যনগর৷

০৬/০৮/২০১৯ইং তারিখে সোনামুড়া থানার ১১৯ নম্বর মামলার অভিযুক্ত সে৷ মঙ্গলবারই আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে তাকে সোনামুড়া থানার লকআপে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?