স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মার্চ।। গোপন খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ পশ্চিম নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে৷ আটক করা কফ সিরাপের বাজার মূল্য আনুমানিক দেড় থেকে ২ লক্ষ টাকা হবে বলে জানান এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার৷ তিনি আরও জানান সোমবার গভীর রাতে পশ্চিম নারায়ণপুর এলাকায় পাচারের জন্য নেশা সামগ্রী মজুত করা হয়৷
সেই মোতাবেক পুলিশ অভিযান চালায়৷ প্রথমে দুটি বাড়িতে অভিযান চালিয়ে কোন সাফল্য পায়নি পুলিশ৷ কিন্তু অভিযান অব্যাহত রাখে পার্শ্ববর্তী এলাকাগুলিতে৷ ভোর রাতে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় কিছু লোককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখতে পায় পুলিশ৷
তাদের ধাওয়া করলে পালিয়ে যেতে সক্ষম হয়৷ বিএসএফ বিওপি’র কাছে কিছু কার্টন ফেলে যায় তারা৷ সেই কার্টনগুলিতে তল্লাশি চালিয়ে ৬৪০ বোতল কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ এগুলিকে বাজেয়াপ্ত করে এয়ারপোর্ট থানায় নিয়ে আসে পুলিশ৷
এই ক্ষেত্রে বিএসএফ সহযোগিতা করেছে বলে জানান এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার৷ এই ক্ষেত্রে তদন্ত চলছে বলে জানান তিনি৷