স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মার্চ।। নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে দোষী সাব্যস্ত আসামি উত্তম নমঃকে পক্সো আইনে জেল জরিমানার নির্দেশ দিলেন পশ্চিম জেলার বিশেষ আদালতের স্পেশাল জজ্ ভি পি দেববর্মা৷ আসামি উত্তম নমঃ বড়জলা মধ্যপাড়ার বাসিন্দা৷
মামলার বিবরণে প্রকাশ, ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ আসামি উত্তম নমঃ বড়জলার গ্যাস অফিস সংলগ্ণ ১২ বর্ষীয়া নাবালিকার বাড়িতে যায়৷ ঐ সময়ে মেয়েটি বাড়িতে একা ছিল এবং জ্বরে ভুগছিল৷
খালি বাড়ির সুযোগ নিয়ে উত্তম জ্বর মাপার বাহানায় নাবালিকার শরীরের আপত্তিকর স্থানে হাত দেয় এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ৷ এই মর্মে পশ্চিম মহিলা থানায় মামলা হলে মহিলা এস আই এমিলি নন্দী তদন্ত শেষ করে দ্রুত আদালতে চার্জশীট দাখিল করেন৷
বিচার চলাকালে সরকার পক্ষে ৯ জন ও আসামি পক্ষের ২ জন, মোট ১১ জন সাক্ষীর বয়ানের উপর উভয় পক্ষের সওয়াল জবাব শেষে উক্ত কোর্ট উত্তম নমঃকে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত রায় দান করেন৷
চূড়ান্ত রায় দানকালে ট্রায়াল কোর্ট যথেষ্ট তথ্য প্রমাণের উপর ভিত্তি করে পক্সো আইনের ৮ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি আই পি সি’র ৪৪৮ ধারায় ৬ মাসের সাজা শোনায়৷
জরিমানার অর্থরাশি অনাদায়ে আসামিকে অতিরিক্ত ৩ মাস জেল খাটতে হবে বলেও জানিয়েছেন সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী প্রদীপ সূত্রধর৷