এমন বিশেষ দিনে ইংল্যান্ড অধিনায়ককে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসিও। মরগানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আয়ারল্যান্ডের হয়ে। ২০০৬ সালে আইরিশদের হয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলেন তিনি। তবে টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচ খেলেন ইংল্যান্ডের হয়ে। ২০০৯ সালের জুনে লর্ডসে নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন মরগান।
প্রথম টেস্ট খেলেন একই ভেন্যুতে ২০১০ সালে, বাংলাদেশের বিপক্ষে। পরে মরগান ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হন। তার নেতৃত্বে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে ইংল্যান্ড। সেবার খুব কাছে গিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে রানার্সআপ হতে হয় ইংলিশদের। তবে ২০১৯ বিশ্বকাপে মরগানের নেতৃত্বে ট্রফি জিতে ইংল্যান্ড। ৫০ ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের যা প্রথম বিশ্বকাপ শিরোপা।