মমতা বললেন, এক পায়ে খেলবো, দেখি কটা গোল দিতে পারে

অনলাইন ডেস্ক, ১৬ মার্চ।। ভাঙা পা নিয়ে নির্বাচনী সভায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, আমি গোলকিপার। এক পায়ে খেলবো। দেখবো কটা গোল দিতে পারে। গত ১০ মার্চ এক নির্বাচনী জনসভায় আঘাত পেয়ে হাসপাতালে ছিলেন মমতা ব্যানার্জি। সোমবার থেকে হুইল চেয়ারে বসে নির্বাচনী সভা শুরু করেছেন।

-রিপাবলিক টিভি, এবিপি আনন্দ, বাংলাহান্ট মঙ্গলবার পশ্চিমবঙ্গের বাঁকুড়ার শালতোড়ার এক সভয় তিনি বলেন, ‘খেলা হবে, আমি এক পায়ে খেলবো। ছাত্র ও যুবকদের দুইটা পা, তাদের সাপোর্টে খেলব। শ্রমিক-কৃষকদের দুটো পা, তাদের সাপোর্টে খেলবো। এই নির্বাচনী যুদ্ধে সামনে থাকবেন আমার মা-বোনেরা। আর সামনে থাকবেন তফসিলিরা। জানিয়েছে, এই সভায় মমতা আরও বলেন, আমার পায়ে ব্যাথা রয়েছে। তাই হুইল চেয়ারে বসে আমায় বক্তৃতা দিতে হচ্ছে। আমি দাঁড়িয়ে বলতে পারছি না। আমি প্রতিদিন ২০-২৫ কিলোমিটার হাঁটি। আমি যখন হাঁটি আমার মাথাও হাঁটে, হৃদয়ও হাঁটে, উন্নয়নও হাঁটে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?