-রিপাবলিক টিভি, এবিপি আনন্দ, বাংলাহান্ট মঙ্গলবার পশ্চিমবঙ্গের বাঁকুড়ার শালতোড়ার এক সভয় তিনি বলেন, ‘খেলা হবে, আমি এক পায়ে খেলবো। ছাত্র ও যুবকদের দুইটা পা, তাদের সাপোর্টে খেলব। শ্রমিক-কৃষকদের দুটো পা, তাদের সাপোর্টে খেলবো। এই নির্বাচনী যুদ্ধে সামনে থাকবেন আমার মা-বোনেরা। আর সামনে থাকবেন তফসিলিরা। জানিয়েছে, এই সভায় মমতা আরও বলেন, আমার পায়ে ব্যাথা রয়েছে। তাই হুইল চেয়ারে বসে আমায় বক্তৃতা দিতে হচ্ছে। আমি দাঁড়িয়ে বলতে পারছি না। আমি প্রতিদিন ২০-২৫ কিলোমিটার হাঁটি। আমি যখন হাঁটি আমার মাথাও হাঁটে, হৃদয়ও হাঁটে, উন্নয়নও হাঁটে।