স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মার্চ।। ত্রিপুরাতে ২৫ বছরের পুরনো কমিউনিস্ট সরকার ছিল। তাকে উপড়ে ফেলেছে ত্রিপুরার মানুষ। শূন্য থেকে ৩৬ আসন জিতে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। কেরালাতেও সম্ভব। সেই বাস্তবতা কেরলে রয়েছে।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেরালায় ভোট প্রচারে গিয়ে সভায় একথা বলেন। বিপ্লববাবু বলেন, আগামী ৬ এপ্রিল কেরলে ভোটগ্রহণ। ওইদিন বিজেপির প্রতিষ্ঠা দিবস। সমস্ত কার্যকর্তার উদ্দেশে অনুরোধ করেন তিনি, ঝাঁপিয়ে পড়ুন।
রাজ্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দিন। তিনি বলেন, ইউডিএফ আর এলডিএফের লড়াই লোক দেখানো। কেরালায় অনেক কার্যকর্তা খুন হয়েছেন। কেরালায় সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরায় বামফ্রন্ট শাসনের কালো অধ্যায় তুলে ধরেন।
পাশাপাশি তিনি বিজেপি আইপিএফটি জোট সরকার গত তিন বছরে যে সাফল্য পেয়েছে তা বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি বলেন, ত্রিপুরায় ২০১৯-২০ অর্থ বছরে বৃদ্ধি দর ছিল ১১.৪১ শতাংশ, সেই তুলনায় কেরালায় মাত্র ১১.২১ শতাংশ৷
https://www.facebook.com/bjpbiplab/videos/1797912523709356/
সাথে তিনি বলেন, ২০১৯-২০ অর্থ বছরে ত্রিপুরায় সিএজিআর ছিল ১৬.৩ শতাংশ, কেরালায় মাত্র ৬.১৯ শতাংশ৷ লঘু, ক্ষুদ্র, মাঝারি শিল্প ক্ষেত্রে ২০১৯-২০ অর্থ বছর পর্যন্ত ত্রিপুরায় বৃদ্ধি ১৪.০২ শতাংশ৷
অথচ কেরালায় বৃদ্ধি হয়েছে মাত্র ৯.৭৩ শতাংশ৷ এদিন শিক্ষা ক্ষেত্রে ত্রিপুরার প্রগতি নিয়ে তিনি বলেন, এখন ত্রিপুরায় ছাত্র-শিক্ষক আনুপাতিক হার ১৫:১, কিন্তু কেরালায় সেই হার ২৮:১৷