রণবীর সেই ছবি নিজের টুইটারেও পোস্ট করে লিখেছেন, ’১০! শুভ জন্মদিন হারুন শোরে। তুমি আমাদের জীবন আলোকিত করো’। ২০১০ সালে রণবীর ও কঙ্কনা বিয়ে করেছিলেন। ২০১১ সালে হারুনের জন্ম। ২০১৫ সালে আলাদা হয়ে যান তারা। গত বছরের আগস্ট মাসে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে রণবীর ও কঙ্কনা দুজনেই সন্তানকে দেখাশোনার দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন। এক সাক্ষাৎকারে রণবীরের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, কঙ্কনার সঙ্গে তিনি আর কাজ করবেন কিনা। অভিনেতা জানিয়েছিলেন, সে রকমটা হওয়া আর সম্ভব নয়। কঙ্কনা পরিচালক হিসেবে প্রথম ছবি ‘ডেথ ইন দ্য গঞ্জ’-এ রণবীরকে নিয়ে কাজ করেছিলেন। সে সময়েও তাদের সম্পর্কে জটিলতা ছিল। তবে নিজেদের মধ্যকার তিক্ততার আঁচ ছেলের জীবনে পড়তে দিতে চান না তারা।